বাসস
  ০১ অক্টোবর ২০২৪, ১৯:৫৪

লেবাননে ত্রাণ পাঠাতে জাতিসংঘের উদ্যোগে ‘বিমান সেতু’ স্থাপনের আহ্বান

ঢাকা, ১ অক্টোবর, ২০২৪ (বাসস) : হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত লেবানন পার্লামেন্টের প্রভাবশালী স্পিকার নাবিহ বেরি ইসরাইলি হামলায় বাস্তুচ্যুত প্রায় এক মিলিয়ন লোকের কাছে সাহায্য পাঠাতে জাতিসংঘের উদ্যোগে একটি ‘আকাশ সেতু’ স্থাপনের আহ্বান জানিয়েছেন। 
 বৈরুত থেকে এএফপি জানায়, আজ মঙ্গলবার জাতিসংঘকে ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে এ  ‘নভো সেতু’ প্রতিষ্ঠার আহ্বান জানান বেরি। 
বেরির দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ও লেবানিজ রেডক্রসকে ‘দক্ষিণ লেবাননে ত্রাণ ও চিকিৎসা সরবরাহে তাদের দায়িত্ব পালনেরও আহ্বান জানানো হয়।’