শিরোনাম
ঢাকা, ৪ অক্টোবর, ২০২৪ (বাসস) : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ জুমার নামাজের ইমামতি করবেন এবং সমবেত মুসল্লিদের উদ্দেশে খুতবা দেবেন। খুতবায় ইসরাইলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পেক্ষাপটে ইসলামি প্রজাতন্ত্রের পরিকল্পনার ওপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে।
তেহরান থেকে এএফপি জানায়, খামেনির জুমার খুতবা দেওয়ার ঘটনা বিরল। প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইরান-সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠীর হামলার কারণে সৃষ্ট ইসরাইল-হামাস যুদ্ধের এক বছর পূর্তির তিন দিন আগে তিনি এ খুতবা দিচ্ছেন।
খামেনির অফিসিয়াল ওয়েবসাইট জানায়, ইরানের
সর্বোচ্চ নেতা মধ্য তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার নামাজে ইমামতি করবেন।
তেহরান-সমর্থিত লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহর নিহত নেতা হাসান নসরুল্লাহর স্মরণে একটি শোক অনুষ্ঠানের পর তিনি এ খুতবা দেবেন।
২০২০ সালে জানুয়ারিতে এক হামলায় ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যর জবাবে ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর খামেনি শেষবার জুমার নামাজে ইমামতি করেন।