বাসস
  ০৪ অক্টোবর ২০২৪, ১৬:৫৬

কঙ্গোর পূর্বাঞ্চলীয় কিভু হ্রদে ফেরি ডুবে ৮৭ জনের মৃত্যু

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৪ (বাসস): গণপ্রজাতান্ত্রিক কঙ্গো’র (ডিআরসি) পূর্বাঞ্চলীয় কিভু হ্রদে বৃহস্পতিবার এক ফেরি ডুবে অন্তত ৮৭ জনের প্রাণহানি হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় কিভু প্রদেশের মিনোভা শহর থেকে আসা ফেরিটি উত্তরের কিভু প্রদেশের রাজধানী গোমার উপকণ্ঠে কিতুকু বন্দরের কাছে এসে ডুবে যায়। গোমা থেকে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।
কিনশাসায় কেন্দ্রীয় সরকারকে পাঠানো এক খবরে বলা হয়, প্রাদেশিক সরকার ৭৮ জন এখনও নিখোঁজ থাকার কথা জানিয়েছে। উদ্ধার হওয়া ৮৭টি মৃতদেহ গোমার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বাকি ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র সিনহুয়াকে জানায়, নৌকাটি যাত্রীবোঝাই ছিল। তবে ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
কিতুকু বন্দরের কর্মীরা জানান, বন্দর  থেকে প্রায় ৭০০ মিটার দূরে ডুবে যাওয়ার আগে নৌকাটি প্রবল ঢেউ প্রতিরোধ করতে ব্যর্থ হয়।