বাসস
  ০৬ অক্টোবর ২০২৪, ১৬:১১
আপডেট  : ০৬ অক্টোবর ২০২৪, ১৭:২৭

তিউনিসিয়ার ভোটে প্রেসিডেন্ট সাইদ পুনর্নির্বচিত হতে যাচ্ছেন

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৪ (বাসস) তিউনিসিয়ায় ক্ষমতাসীন কাইস সাইদের  কোনো প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রধান প্রতিদ্বন্দ্বীসহ তার বিশিষ্ট সমালোচকরা কারাগারে থাকায় ব্যাপকভাবে তার জয়ী হওয়ার কথা বলা হচ্ছে।
তিউনিস থেকে এএফপি জানায়, সাঈদ ক্ষমতা দখলের তিন বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮ টায় (গ্রিনীচ মান সময়০৭০০ টায়) ভোট কেন্দ্রগুলো খোলে এবং সন্ধ্যা ৬টায় (গ্রিনীচ মান সময়১৭০০ টায়) এ বন্ধ হবে। 
আরব বসন্ত বিদ্রোহের জন্মস্থান উত্তর আফ্রিকার দেশটি এক দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। ভোটগ্রহণের দিন পর্যন্ত,  কোনো প্রচারণা সমাবেশ বা জনসমক্ষে কোনো বিতর্ক অনুষ্ঠিত হয়নি। শহরের রাস্তায় প্রচারের প্রায় সব পোস্টারই সাইদের।
৬৬ বছর বয়সী সাঈদের বিরেুদ্ধে ভিন্নমতের বিরুদ্ধে ক্রমবর্ধমান দমন-পীড়ন করার অভিযোগ রয়েছে। রাজনৈতিক কারণে সাইদের বেশ কজন সমালোচককে কারাগারে পাঠানো হলে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।