বাসস
  ১১ অক্টোবর ২০২৪, ১৮:২৬

নিহন হিদানকিও’র নোবেলশান্তি পুরস্কার ‘অত্যন্ত অর্থবহ’ : জাপানের প্রধানমন্ত্রী

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৪ (বাসস) : জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ নাগাদ জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়াদের তৃণমূল সংগঠন নিহন হিদানকিওকে এ বছরের নোবেল শান্তি পুরস্কার প্রদান ‘অত্যন্ত অর্থবহ’ হয়েছে উল্লেখ করে স্বাগত জানিয়েছেন।
টোকিও থেকে এএফপি জানায়, শিগেরু ইশিবা শুক্রবার সাংবাদিকদের বলেন, যে সংগঠনকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে সেটি মূলত পারমাণবিক অস্ত্র নির্মূলের জন্য বহু বছর ধরে কাজ করে আসছে। এই পুরস্কার প্রদান অত্যন্ত অর্থবহ হয়েছে।