শিরোনাম
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ (বাসস) : সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম কোরিয়ান হান কাং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বৈশ্বিক ট্র্যাজেডি উল্লেখ করে নোবেল পুরস্কার পাওয়া উপলক্ষে সংবাদ সম্মেলন এবং পুরস্কার উদযাপন করতে অস্বীকার করেছেন।
সিউল থেকে কোরিয়ান টাইমস জানায়, হানের বাবা প্রখ্যাত ঔপন্যাসিক হান সিউং-ওন দক্ষিণ জিওলা প্রদেশের জাংহেউংয়ের হান সিউং-উন লিটারারি স্কুলে একটি সংবাদ সম্মেলনে একথা বলেন।
হান সংবাদ সম্মেলন করবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘(হান কাং) আমাকে বলেছে ‘প্রতিদিন যুদ্ধ তীব্রতর হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে এমন সময় আমরা কীভাবে এটি উদযাপন বা সংবাদ সম্মেলন করতে পারি?’
বৃহস্পতিবার সন্ধ্যায় সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার পর, হান সিউং-ওন তার মেয়ের সাথে কথা বলেন এবং তাকে একটি সংবাদ সম্মেলন করার জন্য একটি প্রকাশনা সংস্থা নির্বাচন করার পরামর্শ দেন।
প্রথমে তিনি রাজি হয়েছিলেন। বলেছিলেন যে তিনি ‘চেষ্টা করবেন’ কিন্তু পরে তিনি মন পরিবর্তন করেছেন।
তিনি বলেন. ‘তার দৃষ্টিভঙ্গি কোরিয়ায় বসবাসকারী একজন লেখক থেকে বৈশ্বিক লেখকের চেতনায় উন্নীত হয়েছে। আমি অবশ্য কোরিয়ায় বসবাসরত পুরস্কার বিজয়ীর পিতা হওয়ার অনুভূতি ঝেড়ে ফেলতে পারিনি, তাই আমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।’
হান কাং তার বাবাকে নোবেল প্রপ্তি উদযাপন উপলক্ষে ভোজ আয়োজনে নিরুৎসাহিত করেন। এ প্রসঙ্গে তার বাবা বলেন, ‘আমি স্থানীয় লোকদের জন্য এখানে একটি পার্টি দেওয়ার পরিকল্পনা করছিলাম, কিন্তু আমার মেয়ে আমাকে এটি না করতে বলে। সে বলেছে, ‘এই দুঃখজনক ঘটনাগুলো (দুটি যুদ্ধের উল্লেখ করে) প্রত্যক্ষ করার সময় দয়া করে করে উদযাপন করবেন না। সুইডিশ একাডেমি আমাকে এই পুরষ্কারটি আমাদের উপভোগ করার জন্য দেয়নি বরং চিন্তার দিক থেকে আরো পরিষ্কার থাকার জন্য দিয়েছে। কথাটা শোনার পর আমি খুব বিচলতি হয়ে পড়ি।’
বৃহস্পতিবার নোবেল কমিটির সাথে একটি টেলিফোন কলে পুরস্কারের খবর পাওয়ার পর হান কাং তার অনুভূতি ব্যক্ত করে বলেন যে তিনি ‘খুব বিস্মিত ও সম্মানিত’। তবে আর কোনো বিবৃতি দেননি।