বাসস
  ১২ অক্টোবর ২০২৪, ২০:৩০

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি বিষয়ে জাতিসংঘের প্রস্তাব দাবি লেবাননের প্রধানমন্ত্রীর

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ (বাসস) : লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শুক্রবার জাতিসংঘকে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ’র মধ্যে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির লক্ষ্যে একটি প্রস্তাব পাস করার আহ্বান জানিয়েছেন।

মিকাতি সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‘পূর্ণ ও অবিলম্বে যুদ্ধবিরতি’ দাবি করে একটি প্রস্তাব পাস করতে বলবে। বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

সরকার ২০০৬ সালে গৃহীত রেজুলিউশন ১৭০১-এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ  উল্লেখ করে দেশের দক্ষিণে সশস্ত্র বাহিনী হিসেবে কেবল লেবাননের সেনাবাহিনী ও শান্তিরক্ষীদের মোতায়েন থাকার আহ্বান জানিয়েছে।