বাসস
  ১২ অক্টোবর ২০২৪, ২১:৪৬
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২২:১১

নিহন হিদানকিও’র জন্য শান্তি নোবেল ‘জোরালো বার্তা’ : ইইউ প্রধান

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ (বাসস) :  ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এই বছরের নোবেল শান্তি পুরস্কার প্রদানকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি একটি ‘জোরালো  বার্তা’। বেলজিয়ামের ব্রাসেলস থেকে শুক্রবার এএফপি একথা জানিয়েছে।
উল্লেখ্য, পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া তৃণমূল সংগঠন নিহন হিদানকিওকে শুক্রবার শান্তিতে ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়।
ফন ডার লায়েন এক্স-এ বলেন, ‘হিরোশিমা ও নাগাসাকির ভূত এখনও মানবতার ওপর ভর করে আছে। এটি নিহন হিদানকিও’র সমর্থনকে অমূল্য করে তোলে। এই নোবেল শান্তি পুরস্কার একটি শক্তিশালী বার্তা। এটি আমাদের মনে রাখা কর্তব্য। এবং পরবর্তী প্রজন্মকে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করা আরও বড় দায়িত্ব।’