বাসস
  ১৩ অক্টোবর ২০২৪, ১৬:৪৬
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৯:১৬

লেবাননে শান্তিরক্ষীর ওপর ইসরাইলি হামলার নিন্দা ৪০ দেশের

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৪ (বাসস) : লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সৈণ্য প্রেরণকারী ৪০টি দেশ শনিবার দেশটিতে নিয়োজিত শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক ইসরাইলি হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে।

জাতিসংঘ থেকে এএফপি জানায়, পোলিশ জাতিসংঘ মিশনের এক্স-এ পোস্ট করা এবং শীর্ষ অবদান রাখা ইন্দোনেশিয়া, ইতালি, ভারতসহ দেশগুলো স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের কর্মকানণ্ড অবিলম্বে বন্ধ করা উচিত এবং যথাযথ তদন্ত হওয়া উচিত।’ 

ঘানা, নেপাল, মালয়েশিয়া, স্পেন, ফ্রান্স, চীনসহ বাহিনীতে অবদান রাখা অন্যান্য দেশগুলো বিবৃতিতে স্বাক্ষর করে।

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের হামলায় সাম্প্রতিক দিনগুলোয় অন্তত পাঁচ শান্তিরক্ষী আহত হয়েছে। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) তাদের অবস্থানে ইসরাইলি সামরিক বাহিনী ‘ইচ্ছাকৃত’ গুলি চালানোর অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘৪০টি অবদানকারী দেশ লেবাননের দক্ষিণাঞ্চলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও স্থায়ী শান্তি আনার প্রধান লক্ষ্য নিয়ে ইউনিফিল-এর মিশন ও কার্যক্রমের প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুনঃনিশ্চিত করছি।’

এতে আরো বলা হয়, ‘আমরা সংঘাতের পক্ষগুলোকে কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা ইউনিফিল-এর উপস্থিতিকে সম্মান করার আহ্বান জানাই।’

প্রায় ৫০টি জাতীয়তার প্রায় ৯,৫০০ সৈন্য জড়িত থাকা ইউনিফিল’কে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি ২০০৬ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ৩৩ দিনের যুদ্ধ শেষ করে। সেই বছরের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ১৭০১-এর ভূমিকাও শক্তিশালী হয়। 

শুক্রবার এক শীর্ষ সম্মেলনে ফরাসি, ইতালীয় ও স্প্যানিশ নেতারা বলেন, শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর এ হামলা রেজোলিউশন ১৭০১ লঙ্ঘন করেছে এবং এ ধরনের হামলা অবশ্যই বন্ধ হতে হবে।