বাসস
  ১৩ অক্টোবর ২০২৪, ১৮:২৪

লেবাননের সীমান্তে ইসরাইলি সেনাদের সঙ্গে ‘সংঘর্ষ চলছে’: হিজবুল্লাহ

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৪ (বাসস) : লেবাননে ইসরাইলের স্থল অভিযান শুরুর পর দুই সপ্তাহ ধরে অনুপ্রবেশ বাড়ার প্রেক্ষাপটে হিজবুল্লাহ আজ বলেছে, তাদের যোদ্ধারা লেবাননের একটি সীমান্ত গ্রামে ইসরাইলি সৈন্যদের সাথে প্রায় এক ঘণ্টা ধরে লড়াই করছে।

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বেলা সোয়া ১টার দিকে ইসরাইলি পদাতিক বাহিনীর একটি দল দক্ষিণ দিক থেকে আল-কাওজাহ গ্রামে অনুপ্রবেশ করার চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধারা তাদের প্রতিরোধ করে। এ সময় তারা মেশিনগান ব্যবহার করে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ এখনো চলছে।