শিরোনাম
ঢাকা, অক্টোবর ১৪, ২০২৪ (বাসস) : ফরাসি কর্তৃপক্ষ অভিবাসন রোধে আগামী বছর একটি নতুন অভিবাসন আইন গ্রহণ করতে চাইছে। ডানপন্থী সরকারের একজন মুখপাত্র একথা বলেছেন।
প্যারিস থেকে এএফপি জানায়, সরকারি মুখপাত্র মাউড ব্রেজিওন রোববার ব্রডকাস্টার বিএফএমটিভিকে বলেন, ‘একটি নতুন আইনের প্রয়োজন।’ অভিবাসন নীতি ও সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করার লক্ষ্যে সরকারের পরিকল্পনা এই গ্রীষ্মের আইনসভা নির্বাচনের পর ফরাসি রাজনীতিতে ডানপন্থী পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে।
মিশেল বার্নিয়ারের সরকার আশা করছে, বিলটি ২০২৫ সালের শুরুতে সংসদে উপস্থাপন করা হবে।
সেপ্টেম্বরে প্যারিসের এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে এক মরক্কোর নাগরিকের নাম ঘোষণা করার পরে অভিবাসন নিয়ে ফরাসি বিতর্ক আরো উসকে দেয়।
সরকার বহিষ্কারাদেশ আরো ভালভাবে কার্যকর করতে বিপজ্জনক বলে বিবেচিত অনথিভুক্ত অভিবাসীদের আটকের মেয়াদ বাড়াতে চায়।
তবে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ প্রসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আইনে স্বাক্ষর করার আগে বাদ দেওয়া বেশিরভাগ নতুন সংশোধনীর নিন্দা করেছে।
একটি সরকারি সূত্র এএফপিকে জানায়, সাংবিধানিক কাউন্সিলের প্রত্যাহার করা পদক্ষেপগুলো নতুন অভিবাসন বিলের ভিত্তি হিসেবে কাজ করবে। পদক্ষেপগুলোর মধ্যে কিছু সংশোধন ও সংযোজন করা যেতে পারে।