শিরোনাম
ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৪ (বাসস) : গাজা, লেবানন ও অধিকৃত পশ্চিম তীরে সংঘাতের কারণে বিপন্ন মানুষের বিপুল জরুরি প্রয়োজন মেটাতে বৃহস্পতিবার যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থাগুলো তহবিলের জন্য একটি জরুরি আবেদন করেছে।
লন্ডন থেকে এএফপি জানায়, দুর্যোগ জরুরি কমিটি (ডিইসি) এক বিবৃতিতে বলেছে ‘গত বছর থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত সমগ্র অঞ্চল জুড়ে জীবন ধ্বংস করছে এবং লক্ষ লক্ষ মানুষ নিরাপত্তার সন্ধানে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।’
অক্সফাম ও অ্যাকশনএইডসহ ১৫টি দাতব্য সংস্থাকে ডিইসি মধ্যপ্রাচ্য ও অঞ্চল জুড়ে সংকটকালে জাতীয় আবেদন শুরু করার জন্য একত্রিত করেছে।
ডিইসি’র প্রধান নির্বাহী সালেহ সাঈদ বলেন, ‘কয়েক হাজার শিশুসহ লক্ষাধিক মানুষ অকল্পনীয় মানসিক আঘাত মোকাবিলা করছে।’
সাঈদ বলেন, ‘আমাদের সদস্য দাতব্য সংস্থাগুলোর বিপুল প্রয়োজন মেটাতে জরুরি ভিত্তিতে আরও তহবিলের প্রয়োজন। আমরা মানুষের জীবন বাঁচাতে অনুগ্রহ করে এখনই অনুদান দিতে বলছি।’
যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রী অ্যানেলিজ ডডস বলেছেন, ‘মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের দুর্ভোগ অসহনীয়।’
ডিইসির মতে, গাজায় প্রয়োজনের মাত্রা ছিল ‘অপ্রতিরোধ্য’। গত মাসে সংঘাত ছড়িয়ে পড়লে লেবাননের আশ্রয়কেন্দ্র ও হাসপাতালগুলোকে সংগ্রাম করতে হয়। এটি অধিকৃত পশ্চিম তীরে প্রভাবের কথাও উল্লেখ করেছে।