শিরোনাম
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৪ (বাসস):হিজবুল্লাহ্র সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা হিসেবে লেবানন সীমান্তবর্তী উত্তর ইসরাইলের অন্তত ৭টি শহর ও এলাকাজুড়ে রোববার রাতে সাইরেন বাজানো হয়েছে।
গতকাল রোববার রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
অবশ্য এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি প্রতিবেদনে।
উল্লেখ্য,গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে প্রায় প্রতিদিন আন্তঃসীমান্ত সংঘর্ষের মধ্যে উত্তরাঞ্চল থেকে কয়েক হাজার ইসরাইলিকে সরিয়ে নেয়া হয়েছে।
আল জাজিরার উদ্ধৃতি দিয়ে তেল আবিব থেকে এএফপি জানায়।
এদিকে, উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় এহসান ডাকসা নামে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ৪০১তম আর্মার্ড ব্রিগেডের এক কমান্ডার নিহত হয়েছেন।
রোববার তিনি নিহত হন বলে জানিয়েছে আইডিএফ। একই ঘটনায় ইসরাইলের আরেক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, জাবালিয়ায় অভিযানের সময় ডাকসার ট্যাংক এবং অন্য একটি ট্যাংকে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানো হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, গাজা যুদ্ধে নিহত হওয়া সবচেয়ে সিনিয়র অফিসারদের একজন ছিলেন এহসান ডাকসা।