শিরোনাম
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৪ (বাসস) : প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বুধবার ভারতের পূর্ব উপকূলে বসবাসকারী হাজার হাজার মানুষ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এ সপ্তাহের শেষ দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে।
কলকাতা থেকে এএফপি জানায়, ভারতের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ঘূর্ণিঝড় দানা পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যের উপকূলীয় এলাকায় বসবাসকারী ১৫ কোটি লোকের বাড়িরঘরের ওপর দিয়ে বয়ে যেতে পারে।
পূর্বভাসে বলা হয়, এটি বৃহস্পতিবার গভীর রাতে জনপ্রিয় পর্যটন গন্তব্য পুরীর কাছে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে।
পশ্চিমবঙ্গের মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা এএফপিকে বলেন, ‘কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলে লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া শুরু করেছে।’ কর্তৃপক্ষ রোববার পর্যন্ত রাজ্যের নয়টি জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
স্থানীয় মিডিয়া রিপোর্টে বলা হয়, ভারতীয় আবহাওয়া বিভাগ মাছ ধরা জেলেদের জল থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে এবং উড়িষ্যা রাজ্য কর্তৃপক্ষ প্রায় ২০০টি ট্রেন চলাচল বাতিল করেছে।
ভারতের তৃতীয় বৃহত্তম জনসংখ্যার নগরী কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার থেকে সমস্ত বিমান চলাচল বন্ধ করা হবে কি না, কর্তৃপক্ষ তা বিবেচনা করছে।
পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উভয় রাজ্যের উপকূলীয় অঞ্চলের পর্যটকদের সৈকতের রিসোর্ট ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।