বাসস
  ২৬ অক্টোবর ২০২৪, ২২:০৮

ইরানে হামলার পর জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

ঢাকা, অক্টোবর ২৬, ২০২৪ (বাসস) : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার বলেছেন যে ইসরায়েল ইরানে মারাত্মক বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধির ব্যাপারে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

জাতিসংঘ থেকে এএফপি জানায়, মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেছেন, গুতেরেস ‘জরুরিভাবে গাজা ও লেবাননে সমস্ত সামরিক কর্মকা- বন্ধ করতে সকল পক্ষের কাছে তার আবেদন পুনর্ব্যক্ত করেছেন।’

তিনি বলেন, গুতেরেস ‘একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর এবং কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।’