বাসস
  ২৬ অক্টোবর ২০২৪, ২৩:৪৭

ইরানে ইসরাইলি হামলার পর 'বিস্ফোরক উত্তেজনা বৃদ্ধি' নিয়ে সতর্ক করেছে রাশিয়া

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৪ (বাসস) :  ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বোমা হামলার পর রাশিয়া শনিবার সতর্ক করেছে যে ইরান ও ইসরাইলের মধ্যে বৈরিতার ফলে 'বিস্ফোরক উত্তেজনা বৃদ্ধি' নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।

মস্কে থেকে এএফপি জানায়, ইসরাইল হুঁশিয়ারি দিয়ছে যে তেহরান যদি এ হামলার জবাবে  প্রতিশোধমূলক হামলা চালায়, তবে 'চড়া মূল্য দিতে হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন যে তিনি এই অঞ্চলে 'চলমান বিস্ফোরক উত্তজনা বৃদ্ধি'তে উদ্বিগ্ন।

তিনি এক বিবৃতিতে বলেন, 'আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতা বন্ধ করতে এবং সকল ঘটনাবলিকে বিপর্যয়কর পরিস্থিতিতে পরিণত হওয়া ঠেকানোর আহ্বান জানাই।'

তিনি বলেন, 'ইরানকে প্রতিশোধমূলক পদক্ষেপে উস্কানি দেওয়া বন্ধ করা এবং অনিয়ন্ত্রিত উত্তেজনা বৃদ্ধির আবর্ত থেকে বেরিয়ে আসা প্রয়োজন।'

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের কাজানে এই উদীয়মান দেশগুলোর সংগঠন ব্রিকস-এর একটি শীর্ষ সম্মেলনে বলেছেন দুটি আঞ্চলিক হেভিওয়েটের মধ্যে উত্তেজনা মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণ মাত্রার যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

পুতিন বলেন, 'ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষের মাত্রা তীব্রভাবে বেড়েছে। এটি একটি চেইন প্রতিক্রিয়ার কথা  স্মরণ করিয়ে দেয় এবং পুরো মধ্যপ্রাচ্যকে পূর্ণ মাত্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত করেছে।'