শিরোনাম
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৪ (বাসস) : মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি রোববার ইসরাইল ও হামাসের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে গাজায় দুই দিনের যুদ্ধবিরতি ও সীমিত জিম্মি বিনিময়ের প্রস্তাব করেছেন একটি ‘সম্পূর্ণ বিরতি’ নিশ্চিত করায় লক্ষ্যে।
এএফপি জানায়, কায়রোতে এক সংবাদ সম্মেলনে সিসি বলেন, প্রস্তাবটিতে ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিেেদর জন্য গাজায় বন্দি চার ইসরাইলি জিম্মি বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে এবং এ নিয়ে ১০ দিনের মধ্যে আরও আলোচনা হবে। ইসরাইলের ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা চালিয়ে যাওয়া, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এবং ইরানের উপর সদ্য বিমান হামলার পরিপ্রেক্ষিতেই সিসি’র এই উদ্যোগ। তবে পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে ইসরাইল বা হামাসের কাছে উপস্থাপন করা হয়েছে কিনা, সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে শনিবার ইসরাইল দ্বিতীয়বার হামলা চালালে বিশ্বব্যাপী সংযমের আহ্বান জানানো হয়। কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশর কয়েক মাস ধরে সামান্য সফলতার সাথে পরোক্ষ আলোচনার মধ্যস্থতা করছে।
জিম্মি চুক্তির বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে ইসরাইলি গুপ্তচর প্রধান ডেভিড বার্নিয়ার রোববার কাতারে যাওয়ার কথা ছিল।
এই মাসের শুরুতে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পরিপ্রেক্ষিতে জিম্মিদের পরিবারগুলো ইসরাইলি সরকারের কাছে একটি চুক্তির আহ্বান জানায়। তবে গাজা থেকে ইসরাইলি সম্পূর্ণ প্রত্যাহারে হামাসের জোর দাবির ব্যাপারে আলোচনার অগ্রগতির না হওয়াও এর অন্যতম প্রধান কারণ। ইসরাইলি কর্মকর্তারা বারবার হামাসের এ দাবি প্রত্যাখ্যান করেছে।