বাসস
  ২৯ অক্টোবর ২০২৪, ১৩:৪৪

আমি নাৎসি নই, বিরোধী: ডোনাল্ড ট্রাম্প

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৪(বাসস):হোয়াইট হাউসের দৌড়ে শেষ সপ্তাহের নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি নাৎসি নই,আমি নাৎসি’র বিরোধী।

সোমবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় শেষ মুহুর্তের নির্বাচনী সমাবেশে কর্তৃত্ববাদের অভিযোগগুলো খন্ডন করে তিনি বলেছেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আমাকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে এএফপি জানায়

ট্রাম্প এবং কমলা হ্যারিস তাদের দলগুলো ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক ভাগাড়ম্বর ভাষা ব্যবহার করে প্রচারাভিযানকে জোরদার করেছে।

গতকাল সোমবার মিশিগানে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা ট্রাম্পর বিরুদ্ধে বিভাজন সৃষ্টির অভিযোগ তুলেছেন। আবার ট্রাম্পও দোদূল্যমান জর্জিয়া রাজ্যে নির্বাচনী প্রচারাভিযানে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, সমালোচকরা তাকে আধুনিক দিনের ‘হিটলার’ হিসেবে অভিযুক্ত করেছেন। ট্রাম্প আটলান্টায় এক কোলাহলপূর্ণ সমাবেশে বলেছেন, ‘কমলার প্রচাভিযানে নিয়োজিত সবাই তাকে ভোট দিবেনা কারণ, সে একজন নাৎসি।’

ট্রাম্প নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক বিশাল সমাবেশে বলেছেন, ‘আমি নাৎসি নই, নাৎসি’র বিরুদ্ধে।’

তার একদিন পরেই দলীয় প্রচারণা চলাকালীন ট্রাম্পের মিত্ররা বর্ণবাদী মন্তব্যের জন্য কঠোর  সমালোচনার মুখে পড়েন।