শিরোনাম
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৪ (বাসস) : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল মঙ্গলবার বলেছেন, মস্কো ও পিয়ংইয়ং-এর মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা একটি বড় বৈশ্বিক নিরাপত্তা হুমকির সৃষ্টি করেছে।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ায় প্রশিক্ষণের জন্য ১০ হাজার সৈন্য পাঠানোর অভিযোগ করেছে ওয়াশিংটন।
সিউল থেকে এএফপি জানায় ইউন সুক ইওল বলেন, ‘রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে এই অবৈধ সামরিক সহযোগিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকি এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক গুরুতর ঝুঁকি হতে পারে।