বাসস
  ২৯ অক্টোবর ২০২৪, ১৪:০৮

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৪ (বাসস) : প্রায় ১০০ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

তার কার্যালয় মঙ্গলবার জানায়, শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য ভর্তি হওয়ার প্রায় দুই সপ্তাহ পর তিনি সুস্থ হয়ে উঠেছেন।

তার কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, মাহাথিরকে গতকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে হাসপাতাল  থেকে ছেড়ে  দেওয়া হয়েছে, তিনি যথারীতি অফিসে কাজ করবেন।

জুলাই মাসে মাহাথিরের ৯৯ বছর বয়স পূর্ণ হয়। তার জন্মদিনের কয়েকদিন পর একটানা কাশির জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই বছরের শুরুতে তিনি আরো একবার প্রায় তিন মাস হাসপাতালে কাটিয়েছিলেন।

মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত এবং ২০১৮ থেকে ২০২২ সালে ৯২ বছর বয়সে মালয়েশিয়ার নেতৃত্ব দেন। তিনি এখনো রাজনীতিতে সক্রিয় রয়েছেন।