বাসস
  ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৩৬

বলিভিয়ায় পুলিশ ও বিক্ষোভকারিদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৪ (বাসস) : বলিভিয়ার পুলিশ ও সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার অন্তত ৩০ জন আহত হয়েছে। 

দেশটির সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে লাপাজ থেকে এএফপি এ খবর জানায়।

কেন্দ্রীয় শহর মায়রানা এ সহিংসতা হয়। আরো অন্যান্য ক’টি অঞ্চলের মতো শহরটিতে ১৪ অক্টোবর থেকে মোরালেসের প্রতি সংহতি প্রকাশ করে তার গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে আসছে।

স্বাস্থ্যমন্ত্রী মারিয়া রেনে কাস্ত্রো বলেন, দুই পুলিশসহ ২৯ জন আহত হয়েছে। মায়রানা অন্তর্ভূক্ত সান্তা ক্রুজ বিভাগের পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, কয়েকজন বিক্ষোভকারী পুলিশের ওপর হামলা চালায়।

মোরালেস, ২০০৬  থেকে ২০১৯ সাল পর্যন্ত বলিভিয়া শাসন করেন। ২০১৫ সালে তার বিরুদ্ধে আনীত মানব পাচার ও চোরাচালানের অভিযোগসহ কথিত মামলা তদন্তাধীন রয়েছে। তবে মোরালেস দাবি করেন,  তার ক্ষমতায় প্রত্যাবর্তন রোধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব মামলা হয়েছে। তার আদিবাসী সমর্থকরা জানায়, মোরালেস  প্রেসিডেন্ট লুইস আসের বিচারিক নিপীড়নের শিকার হয়েছেন। মোরালেসের সাবেক মিত্র লুইস আস এখন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।

দক্ষিণ আমেরিকার দেশটিতে জ্বালানি ও খাদ্য মূল্য ঊর্ধ্বমুখী হওয়ারও প্রতিবাদ করছে মোরালেস সমর্থকরা।

রোববার কোচাবাম্বা শহরের কাছে মোরালেস গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে রাষ্ট্রীয় এজেন্টরা হত্যার প্রচেষ্টা চালায় বলে অভিযোগ করে মোরালেস ও আসের মধ্যে বৈরীতা নাটকীয়ভাবে বেড়ে যায়।

সরকার বলেছে একটি চেকপয়েন্ট দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মোরালেসের কনভয়ের একটি গাড়ি থেকে গুলি নিক্ষেপ করা হলে পরে পুলিশ তার গাড়ির উপর গুলি চালায়।