বাসস
  ১১ নভেম্বর ২০২৪, ১৬:২৭

আইভরি কোস্টে দুর্ঘটনায় নিহত ২০


ঢাকা, ১১ নভেম্বর, ২০২৪ (বাসস) : সপ্তাহান্তে আইভরি কোস্টের দক্ষিণাঞ্চলে দুটি মিনিভ্যানের মধ্যে সংঘর্ষে বিশ জন নিহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।

সিভিল প্রোটেকশন সার্ভিস (ওএনপিসি) জানিয়েছে, গাগনোয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনায় কমপক্ষে আরও ১১ জন আহত হয়েছে।

আহজিয়াব্রে গ্রামের স্বাস্থ্য কেন্দ্র নিশ্চিত করেছে ঘটনাটি নিশ্চিত করে জানায়, স্থানীয় সময় প্রায় ৭:৩০টায় দুর্ঘটনাটি ঘটে। এ গ্রামের দুঘটনা ঘটে।

আবিদজান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। কিছু এবড়োথেবড়ো রাস্তা ও ফিটনেসহীন যানবাহন ও গাড়ি চালকদের বেপরোয়া ড্রাইভিং দুর্ঘটনাগুলোর জন্য দায়ী। দেশটিতে ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই অনেকে গাড়ি চালায়।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আইভরি কোস্টে গাড়ি দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ১,০০০ থেকে ১,৫০০ লোক প্রাণ হারায়। দেশটিতে প্রায় ১.৫ মিলিয়ন যানবাহন চলাচল করে।