শিরোনাম
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৪ (বাসস) : নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রশাসনে সীমান্ত সামলানোর দায়িত্ব দিচ্ছেন টম হোমানক।
প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, তিনি অভিবাসী বিরোধী কট্রর শাসক হিসেবে বেশ পরিচিত।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার এক পোস্ট বার্তায় বলেছেন, ‘আমি আইসিই’র সাবেক পরিচালক ও সীমান্ত নিয়ন্ত্রণে অত্যন্ত শক্তিশালী অদম্য ব্যক্তি টম হোমানকে আমাদের জাতীয় সীমান্তের দায়িত্ব দিতে পেরে আনন্দিত।’
তিনি আরো বলেন, ‘আমি দীর্ঘ দিন ধরে হোমানকে চিনি। আমাদের সীমান্তে পুলিশিং কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণে তার মতো যোগ্য কেউ নেই।’
এদিকে ‘ওয়াশিংটন পোস্ট’ ও ‘ওয়াল স্ট্রীট জার্নাল’ জানিয়েছে, চীনের কঠোর সমালোচক আরেক কট্ররপন্থী ফ্লোরিডার কংগ্রেসম্যান অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মাইকেল ওয়াল্টজকে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।