বাসস
  ১২ নভেম্বর ২০২৪, ১৭:১৩

দক্ষিণ বৈরুতের বাসিন্দাদের অন্যত্র চলে যেতে ইসরাইলি সেনাবাহিনীর সতর্কতা জারি

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৪ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালাবে বলে সতর্ক করে দিয়ে মঙ্গলবার বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলির বেশ কয়েকটি এলাকা ও এর আশেপাশের বাসিন্দাদের অবিলম্বে অন্যত্র চলে যেতে বলেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সামরিক মুখপাত্র আভিচে আদ্রেই স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্থাপনা ও স্বার্থের কাছাকাছি অবস্থান করছেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী খুব শিগগিরই এসব স্থানে হামলা চালাবে।’ 

পোস্টটিতে লেবাননের রাজধানীর যেসব ভবন লক্ষ্য করে হামলা চালানো হবে, তার একটি মানচিত্রও দেওয়া হয়েছে।