বাসস
  ২২ নভেম্বর ২০২৪, ১৯:১৩

পাকিস্তানে শিয়াদের ওপর হামলা : নিহতের সংখ্যা ৪৩

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ (বাসস) : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে দুটি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ দাঁড়িয়েছে। পার্বত্য এ জেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় কারফিউ জারি করে মোবাইল পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবার এ কথা  জানিয়েছে।

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় পুলিশ এসকর্ট নিয়ে ভ্রমণ করা শিয়া মুসলিমদের দুটি পৃথক গাড়িবহরে বৃহস্পতিবার বন্দুকধারীরা গুলি চালায়।

সেখানে বিগত কয়েক মাস ধরে সুন্নি ও শিয়াদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। এলাকাটি মুসলিম উপজাতি অধ্যুষিত, যা আগে আধা-স্বায়ত্তশাসিত ছিল।

সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জাভেদ উল্লাহ মেহসুদ এএফপিকে বলেছেন, ‘গতকাল কুররামে একটি গাড়িবহরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।’

মেহসুদ বলেন, নিহতদের মধ্যে সাত নারী ও তিন শিশু রয়েছে।

তিনি আরও জানান, আহত ১৬ জনের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপিকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার জানান, সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় কারফিউ জারি করা হয়েছে এবং মোবাইল সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়েছে।