শিরোনাম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ (বাসস) : সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এক ইসরাইলি ‘রাব্বি’ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। কর্তৃপক্ষ রোববার এই কথা জানায়। এদিকে ইসরাইল কর্তৃপক্ষ এটাকে ইহুদি-বিদ্বেষী হামলা হিসেবে উল্লেখ করেছে।
আমিরাতের সরকারি বার্তা সংস্থা ‘ডব্লিওএএম’এক বিবৃতিতে জানিয়েছে, ‘রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ইসরাইলি রাব্বি জাভি কোগান হত্যায় তিনজনকে গ্রেপ্তার করেছে।’
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোগান মলদোভার নাগরিক। সে যখন আমিরাতে প্রবেশ করে তখন তার শনাক্তকরণ কাগজ-পত্রে তার প্রমাণ মিলেছে। সে মলদোভার বাসিন্দা হিসেবে সেখানে বসবাস করতো।
এরআগে রোববার ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপসাগরীয় দেশটির নিরাপত্তা বিভাগ রাব্বির (২৮) মরদেহ উদ্ধার করেছে।
ইসরাইলি বংশোদ্ভুত মলদোভার নাগরিক রাব্বি ইহুদিদের ধর্মীয় আন্দোলন চাবাদের হাসিদিক-এর একজন প্রতিনিধি হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, তাকে আমিরাতের দুবাই থেকে অপহরণ করা হয়েছিল।
কোগানের হত্যা সম্পর্কে আমিরাত অথবা ইসরাইলি কোনো কর্মকর্তা বিস্তারিত জানাতে পারেনি।
কোগানের স্ত্রী রিকভি একজন মার্কিন নাগরিক। তার চাচা রাব্বি গ্যাভ্রিয়েল হোল্টজবার্গ ২০০৮ সালে মুম্বাই সন্ত্রাসী হামলায় মারা যান।