বাসস
  ২৭ নভেম্বর ২০২৪, ২০:২৮

নামিবিয়া ভোটে কঠিন প্রতিযোগিতার মুখে ক্ষমতাসীন দল

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৪ (বাসস) : নামিবিয়ার বুধবারের নির্বাচনে ক্ষমতাসীন পার্টির বর্তমান ভাইস  প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদপ্রার্থী নেতুম্বো নন্দী এনদাইতওয়াহ ভোট শুরুর প্রথমেই তার ভোটটি দেন। তিনি হতে পারেন মরুভূমির এই দেশটির প্রথম নারী নেতা, যদিও ৩৪ বছর ক্ষমতায় থাকা তার ক্ষমতাসীন সোয়াপো পার্টি এবারের নির্বাচনে এক শক্তিশালী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

উইন্ডহোক থেকে এএফপি জানায়, দক্ষিণ পশ্চিম আফ্রিকা পিপলস অর্গানাইজেশনের ( সোয়াপো) ৭২ বছর বয়সী প্রবীণ নেতা নেতুম্বো নন্দী এনদাইতওয়াহ রাজধানী উইন্ডহোকে সকাল ৭ টায় ভোট শুরু হওয়ার সাথে সাথে ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি  দেশের প্রায় ১৫ লাখ নিবন্ধিত  ভোটারদের রাত ৯ টায়  ভোট শেষ হওয়ার আগে  ভোট দেওয়ার আহ্বান জানান। ১৯৯০ সালে স্বাধীনতার পর  থেকে সোয়াপো পার্টি  খনিজ সমৃদ্ধ  দেশটিকে শাসন করেছে। তবে উচ্চ  বেকারত্ব এবং স্থায়ী বৈষম্যের অভিযোগ থাকায় নন্দী এনদাইতওয়াহ কমপক্ষে অর্ধেক ভোট সংগ্রহ করতে ব্যর্থ হলে, তিনি দ্বিতীয় রাউন্ডের রান অফে যেতে বাধ্য হতে পারেন।

দেশটির বর্তমান  প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা । তিনি প্রেসিডেন্ট  হেগে জিঙ্গোবের মৃত্যুর পরে প্রেসিডেন্ট হন।  জিঙ্গোবের অধীনে তিনি ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত নামিবিয়ার দ্বিতীয় ভাইস- প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ।