বাসস
  ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৫

সংঘাত অবসানে ভূমিকা পালনে অবসরপ্রাপ্ত জেনারেলকে ট্রাম্পের ইউক্রেন দূত নিয়োগ

ঢাক, ২৮ নভেম্বর, ২০২৪ (বাসস) : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার কট্টর অনুগত এবং অবসরপ্রাপ্ত জেনারেল কিথ কেলগকে ইউক্রেনে তার দূত হিসেবে মনোনীত করেছেন। তার উপর আড়াই বছরের রুশ আগ্রাসনের ইতিটানার দায়িত্ব দেয়া হয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তির অঙ্গীকার করেছিলেন এবং তিনি দ্রুত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করারও প্রতিশ্রুতি দেন।

কিন্তু তার সমালোচকরা সতর্ক করেছেন যে রিপাবলিকানরা সম্ভবত মার্কিন সামরিক সাহায্যকে কিয়েভের উপর  চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে যেখানে রাশিয়ার স্থায়ীভাবে দখলকৃত অঞ্চলগুলোর দাবি ইউক্রেন ছেড়ে দেবে বা ন্যাটোতে যোগদান না করতে সম্মত হবে।

ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছেন, "প্রেসিডেন্টের সহকারী এবং ইউক্রেন ও রাশিয়ার জন্য বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য জেনারেল কিথ কেলগকে মনোনীত করতে পেরে আমি খুবই আনন্দিত।"

কিথ আমার প্রথম প্রশাসনে অত্যন্ত সংবেদনশীল জাতীয় নিরাপত্তা ভূমিকা পালনসহ একটি বিশিষ্ট সামরিক এবং ব্যবসায়িক ক্যারিয়ারের অধিকারী।