বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৯
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪০

দক্ষিণ কোরিয়ার বিরোধীরা সামরিক আইন জারির জন্য প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ দায়ের করবে

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল বুধবার বলেছে যে তারা স্বল্পকালীন সামরিক আইন জারির ঘোষণার জন্য প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং অন্যান্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ দায়ের করবে। সিউল থেকে এএফপি এখবর জানায়।

ডেমোক্রেটিক পার্টি এক বিবৃতিতে বলেছে, ইউন, তার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এবং সামরিক আইনের কমান্ডার এবং পুলিশ প্রধানের মতো গুরুত্বপূর্ণ সামরিক ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহের অভিযোগ দায়ের করব এবং অভিশংসনের জন্য চাপ দেয়া হবে।