বাসস
  ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

ভারতের রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে মঙ্গলবার অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধী সাংসদরা। ভারতের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো নজিরবিহীন এ ঘটনা ঘটল।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, রাজ্যসভার ৭০ জন বিরোধী সাংসদ এই অনাস্থা প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেছেন।

গত অধিবেশনে রাজ্যসভার চেয়ারম্যানের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল বিরোধী শিবিরের। তবে তা আনা হয়নি। এবার শীতকালীন অধিবেশনে সেটিই পেশ করা হলো বলে জানা গেছে। ভারতীয় সংবিধানের ৬৭(বি) ধারায় এই অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে। 

জানা যায়, রাজ্যসভার বিরোধী সাংসদদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধীও। তিনিও ওই প্রস্তাবে স্বাক্ষর করেছেন।

ইন্ডিয়া জোটের অভিযোগ, সংসদের উচ্চকক্ষে শাসক শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট জগদীপ ধনখড়। যেভাবে বিরোধী সাংসদদের ভাষণের সময়ে বাধা দেওয়া হয়, তা কার্যত নজিরবিহীন। রাজ্যসভার সর্বোচ্চ পদে থাকাকালেও বিজেপি’র প্রতি তার আনুগত্য প্রকাশ পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী শিবিরের সাংসদরা।

নির্লজ্জ পক্ষপাতিত্ব  ও অন্যায় কণ্ঠরোধের মতো অভিযোগের কারণেই রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে।

এদিকে বিজেপি অভিযোগ এনেছে, এই চক্রান্তের সঙ্গে যুক্তরাষ্ট্রও জড়িত। কেননা, জর্জ সোরেসের সংগঠন ‘ওসিসিআরপি’তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থসহায়তা দেয়। 
যুক্তরাষ্ট্র সরকার আগেই ওই অভিযোগ অসত্য ও ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে।

কংগ্রেস সদস্য জয়রাম রমেশ বলেছেন, তাদের প্রতিবাদ ও ক্ষোভ কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। প্রাতিষ্ঠানিক মর্যাদা ক্ষুণ্ন করার বিরুদ্ধে।