বাসস
  ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৯

মেক্সিকোর বিচারককে গুলি করে হত্যা

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : মেক্সিকোর এক সময়ের সমৃদ্ধ সমুদ্র সৈকত শহর আকাপুলকোতে বুধবার একজন বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম এবং রাষ্ট্রীয় প্রসিকিউটর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায় ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছেন নিহত বিচারকের নাম এডমুন্ডো রোমান পিনজন।  যিনি গুয়েরেরো রাজ্যের সুপিরিয়র কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্ট ছিলেন । বিচারক এডমুন্ডোকে আকাপুলকো আদালতের বাইরে তার গাড়িতে অন্তত চারবার গুলি করা হয়।

মেক্সিকোতে সংগঠিত অপরাধের সাথে জড়িত সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরো অন্যতম।

অক্টোবরে, রাজ্যের রাজধানী চিলপানসিঙ্গোর মেয়র দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই নিহত হন ।

সপ্তাহ পরে, কথিত গ্যাং সদস্য এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষে রাজ্যে ১৯ জন নিহত হয়। গত মাসে, চিলপানসিঙ্গোতে যানবাহনে এক ডজন খণ্ড খণ্ড মৃতদেহ পাওয়া গেছে।

অ্যাকাপুলকো, রাজ্যের সবচেয়ে জনবহুল শহর, একসময় ধনী এবং বিখ্যাতদের খেলার মাঠ ছিল, কিন্তু গত দশকে এর দীপ্তি হারিয়েছে কারণ বিদেশী পর্যটকদের রক্তপাতের কারণে এটি বিশ্বের অন্যতম সহিংস শহর হয়ে উঠেছে।

বুধবার, গেরেরো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় একটি বিবৃতিতে বলেছে, এডমুন্ডো এন হত্যাকাণ্ডের তদন্ত চলছে। 

বেশিরভাগ সহিংসতাই মাদক পাচারের সাথে যুক্ত, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে ৪৫০,০০০ জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে । 

গত বছর গুয়েরেরোতে ১,৮৯০টি খুনের ঘটনা হয়েছিল।