বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৯

সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সিরিয়ার নতুন সরকার অনুরোধ করলে তুরস্ক দেশটিকে সামরিক সহায়তা দিবে। রবিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার এ কথা বলেছেন। 

তুরস্কের মিডিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

ইয়াসার বলেন, ইসলামপন্থী বিদ্রোহীদের নেতৃত্বে সিরিয়ার নতুন সরকারকে একটি সুযোগ দেওয়া উচিত। নতুন প্রশাসন অনুরোধ জানালে তুরস্ক প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত। বিদ্রোহীরা এক সপ্তাহ আগে সিরিয়ার শক্তিশালী নেতা বাশার আল-আসাদকে উৎখাত করে।