বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৩৮

ম্যাক্রোঁর দামেস্কে কূটনীতিক পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস): তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে সিরিয়ার একনায়ক বাশার আল-আসাদের পতনের পর দামেস্কে কূটনীতিক পাঠাতে ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে ইস্তাম্বুল থেকে এএফপি বুধবার এ খবর জানায়।

এএফপি জানায়, মঙ্গলবার একটি ফরাসি প্রতিনিধিদল দামেস্কে তাদের দূতাবাসে পৌঁছেছে। ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা আসাদকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করার পর এটি ফরাসি  কূটনীতিকদের প্রথম সফর।

এ দিকে তুরস্ক শনিবার দামেস্কে তার দূতাবাস পুনরায় চালু করেছে এবং সিরিয়ার নতুন শাসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখছে। 

এরদোগান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বলেন, সিরিয়ায় প্যারিসের কূটনৈতিক মিশন পাঠানোর সিদ্ধান্তে ‘তিনি আনন্দিত’ হয়েছেন। এরদোগান আরো বলেন, সিরীয় শরণার্থীদের তাদের দেশে ফেরানোর প্রচেষ্টা শুরু হয়েছে।

তিনি বলেন, সিরীয়রা যেন সেখানে থাকতে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থিতিশীল পরিস্থিতি তৈরিতে সহযোগিতা করতে হবে।

তুরস্কে প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী রয়েছে। আশা করা হচ্ছে দামেস্কের ক্ষমতার পটপরিবর্তনের ফলে তাদের অনেকে সিরিয়ায় ফিরতে পারবেন।