বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪

ওকলাহোমায় আজ যুক্তরাষ্ট্রের এ বছরের শেষ ফাঁসি কার্যকর হবে

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : যুক্তরাষ্ট্রে দশ বছর বয়সী এক মেয়ের হত্যাকারীর ফাঁসি আজ বৃহস্পতিবার ওকলাহোমাতে কার্যকর করা হবে। এটি যুক্তরাষ্ট্রে বছরের ২৫তম ফাঁসির ঘটনা। খবর এএফপি’র।

হত্যাকারি পয়তাল্লিশ বছর বয়সী কেভিন রে আন্ডারউডকে ম্যাক অ্যালেস্টার শহরের ওকলাহোমা স্টেট পেনিটেনশিয়ারি কারাগারে সকাল ১০টায় (১৬০০ জিএমটি) প্রানঘাতী ইনজেকশন দিয়ে হত্যা কার্যকর হবে। আন্ডারউড ছিল মুদি দোকানের একজন ক্লার্ক। সে ২০০৬ সালে ওকলাহোমার পুরসেল শহরে প্রতিবেশীর দশ বছর বয়সী মেয়ে রোজ বোলিনকে ধর্ষণ এবং হত্যার দায়ে অভিযুক্ত। এ বছর আমেরিকাতে ২৪ জন খুনীর মৃত্যুদন্ড ফাঁসির মাধ্যমে কার্যকর করা হয়। নাইট্রাজেন গ্যাস প্রয়োগের মাধ্যমে তিনজনকে হত্যা করা হয়, বাকী সব প্রানঘাতী ইনজেকশন দিয়ে। 

অক্টোবরে এক জরিপ তথ্যে দেখা যায় যে আমেরিকার শতকরা ৫৩ জন মানুষ ফাঁসির পক্ষে, আর বিপক্ষে আছে ৪৩ ভাগ। শতকরা ৪ জন এ বিষয়ে কোন মতামত দেয়নি। আমেরিকার পঞ্চাশটা প্রদেশের মধ্যে তেইশটি প্রদেশ মৃত্যুদন্ডের বিধান বিলোপ করেছে।