বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৮

পুতিন যে কোনো সময় ট্রাম্পের সঙ্গে দেখা করতে প্রস্তুত

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, তিনি নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘যে কোনো সময়’ দেখা করতে প্রস্তুত। মস্কো থেকে এএফপি একথা জানায়।

পুতিন তার বছর শেষের বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন, “আমি জানি না, কখন আমি তাকে দেখতে যাব। তিনি (ট্রাম্প) এ বিষয়ে কিছু বলছেন না। তার সঙ্গে চার বছরেরও বেশি সময়ের মধ্যে আমার কোনো কথা হয়নি। তবে আমি অবশ্যই এর জন্য প্রস্তুত। যেকোনো সময়।”