শিরোনাম
ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ইসরাইলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। আজ শনিবার ইসরাইলের সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া প্রজেক্টাইল’ ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছেন। ফলে, হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। খবর এএফপি’র।
জাতীয় চিকিৎসা পরিষেবা বলেছেন, হামলায় ১৪ জন আহত হয়েছে, তবে কেউই গুরুতর আহত হননি ।
ইসরাইলের সামরিক বাহিনী টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি প্রজেক্টাইলকে চিহ্নিত করা হয়েছিল এবং বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। ফলে হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।
এক বছরেরও বেশি সময় আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা বারবার ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার বেশিরভাগই বাধা দেওয়া হয়েছে। ইসরাইলও একাধিক বার ইয়েমেনের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে - যার মধ্যে বন্দর, জ্বালানি এবং হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় রয়েছে।
ইসরাইলের সংবাদ মাধ্যম এবং পুলিশ শনিবার বলেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের পূর্বে বেনি ব্রাক শহরে আঘাত হানে।
হুতি বিদ্রোহীরা বলেছে যে তারা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছে এবং গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার যাবে।
হুতিরা নিয়মিতভাবে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণ্যিজ্যিক জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কখনও কখনও ব্রিটিশ বাহিনী হুথিদের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায়।