বাসস
  ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩

পাকিস্তানে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত, আহত ৫

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা চৌকিতে জঙ্গিরা গতরাতে  হামলা চালায়, এতে ১৬ জন সেনা নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে। শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে  এএফপি এ খবর জানায়।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ’৩০ জনেরও বেশি জঙ্গি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা পোস্টে এ হামলা চালায়। জঙ্গিদের আক্রমণে ১৬ সেনা শহীদ এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।’