বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫

সিরিয়ার নতুন নেতার সাথে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সোমবার দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাত করেছেন। সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর দেশটির নতুন সরকারের সঙ্গে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বৈঠক।

আম্মান থেকে বার্তা সংস্থা এএফপি জানিযেছে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিগুলোতে সাফাদি ও শারাকে হাত মেলাতে দেখা গেছে। 

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, সাফাদি সিরিয়ার নতুন নেতার পাশাপাশি ‘বেশ কয়েকজন কর্মকর্তার’ সঙ্গেও দেখা করবেন। আসাদের পতনের পর এটি ছিল জর্ডানের কোনো সিনিয়র কর্মকর্তার প্রথম সফর।

সিরিয়ার সীমান্তবর্তী জর্ডান চলতি মাসের শুরুতে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে আরব, তুর্কি, ইইউ ও মার্কিন শীর্ষ কূটনীতিকরা বছরের পর বছর গৃহযুদ্ধে জর্জরিত দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা শারা ৮ ডিসেম্বর আসাদকে পতনের হামলায় নেতৃত্ব দিয়েছিলেন। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্য ও এর বাইরের অনেক দেশের সিনিয়র কর্মকর্তাকে তিনি স্বাগত জানান।

জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ মোমানি রোববার সাংবাদিকদের বলেন, আম্মান ‘ভ্রাতৃপ্রতিম সিরীয় জনগণের ইচ্ছার পক্ষে’ দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দিয়েছে। মোমানি বলেন, আম্মান সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে চায় এবং ‘তার আঞ্চলিক অখণ্ডতা’ সমর্থন করে। তিনি বলেন, যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার স্থিতিশীলতায় জর্ডানের স্বার্থে রয়েছে এবং ‘এটি তার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করবে’।

জর্ডান কর্তৃপক্ষের মতে, যুদ্ধ শুরুর পর ২০১১ সাল থেকে পালিয়ে জর্ডানে আশ্রয় নেয়া কিছু সিরিয়ান দেশে ফিরতে শুরু করেছে।