শিরোনাম
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৪ (বাসস): দক্ষিণ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।
চিফ ইন্সপেক্টর ড্যানিয়েল সানকুরার বরাত দিয়ে সিদামা পুলিশ কমিশন ট্রাফিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডিরেক্টরেট রোববার এক ফেসবুক পোস্টে বলেছেন, এখন পর্যন্ত দুর্ঘটনায় ৭১ মারা গেছেন। নিহতের মধ্যে ৬৮ জন পুরুষ এবং তিনজন মহিলা।
পুলিশ কমিশন জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে (১৪৩০ জিএমটি) গাড়িটি রাস্তা থেকে নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পোস্টে আরো বলা হয়েছে দুর্ঘটনায় অন্য দু'জন গুরুতর শারীরিক আঘাত পেয়েছেন, তবে গাড়িতে থাকা যাত্রীদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
রাজধানী আদ্দিস আবাবা’র প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) দক্ষিণে পূর্বাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেডায় সিদামা রাজ্যে এই দুর্ঘটনা ঘটে।
স্বাস্থ্য ব্যুরোর প্রচারিত অস্পষ্ট ছবিতে গাড়ির চারপাশে প্রচুর লোককে দেখা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়িটির আংশিক পানিতে ডুবে আছে। অনেকে গাড়িটিকে পানি থেকে টেনে তুলতে চেষ্টা করছেন।
স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা অপর একটি ছবিতে মরদেহগুলো দেখা গেছে এবং নীল রংয়ের ত্রিপল দিয়ে কিছু মরদেহ ঢেকে রাখা হয়েছে।