শিরোনাম
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : রাশিয়া বলেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি করবে। চুক্তি অনুযায়ী রাশিয়া তাদের দেশে আটক ১৫০ জন ইউক্রেনীয় সৈন্যকে মুক্তি দিবে। আবার একইভাবে ইউক্রেনে আটক ১৫০ জন রুশ সৈন্যকে মুক্তি দিবে কিয়েভ।
সোমবার, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ৩০ ডিসেম্বর, আরব আমিরাতের মধ্যস্থতায় আলোচনার প্রক্রিয়া অনুযায়ী, কিয়েভে আটক রাশিয়ার ১৫০ জন সৈন্যকে ইউক্রেন ফেরত পাঠাবে। একইভাবে রাশিয়াও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে আটক ইউক্রেনের ১৫০ জন সেনা সদস্যকে কিয়েভে ফেরত পাঠাবে।