বাসস
  ০২ জানুয়ারি ২০২৫, ১৩:২০

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনার কারণে মুয়ান বিমানবন্দরে পুলিশের তল্লাশি

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, বিমান দুর্ঘটনায় জেজু এয়ার কোম্পানির বোয়িং ৭৩৭-৮০০ বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত হওয়ায় বৃহস্পতিবার মুয়ান বিমানবন্দর এবং জেজু এয়ার অফিসে পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছেন। রাজধানী সিউল থেকে এএফপি এ খবর জানায়।

দক্ষিণ কোরিয়ার পুলিশ এএফপিকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, ২ জানুয়ারি সকাল ৯টা থেকে মুয়ান, সিউলের জেজু এয়ার অফিস এবং একটি আঞ্চলিক বিমান চলাচল অফিসসহ তিনটি স্থানে পুলিশের তল্লাশি অভিযান চলছে, যা গত ২৯ ডিসেম্বর ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার সাথে সম্পর্কিত।