শিরোনাম
ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপ-সংশ্লিষ্ট, বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) নতুন করে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র বুধবার এএফপিকে এ খবর জানিয়েছে।
বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এর ধারাবাহিক হামলার এটাই সর্বশেষ, এর আগে ক্রিসমাসের সময়ে উত্তর কিভু প্রদেশে এডিএফ এর ধারাবিাহিক হামলায় ২১ জন নিহত হয়।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, একই প্রদেশের দু’টি স্থান লক্ষ্য করে মঙ্গলবার থেকে বুধবার রাতভর নতুন করে এ হামলা চালানো হয়।
বাপেরে সেক্টরের স্থানীয় কর্মকর্তা স্যামুয়েল কাগেনি এএফপিকে জানিয়েছেন, বিলেন্দু গ্রামে বিদ্রোহীরা অন্তত আটজনকে হত্যা করেছে। স্থানীয় অন্যান্য সূত্র এএফপিকে এ খবর নিশ্চিত করেছেন।
একই সূত্র জানায়, বিদ্রোহীরা মাঙ্গোয়া গ্রামে অন্তত চারজনকে হত্যা করেছেন, উভয় স্থানের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন।
মূলত উগান্ডার এডিএফ বা মিত্র গণতান্ত্রিক বাহিনীর ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)-এর অশান্ত উত্তর-পূর্বে উপস্থিতি রয়েছে, যেখানে এর যোদ্ধারা হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছে।
২০১৯ সালে, এডিএফ ইসলামিক স্টেট এর প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিল।
আইএস তাদের ইসলামিক স্টেট সেন্ট্রাল আফ্রিকা প্রদেশ বলে দাবি করে এবং বিদ্রোহী গোষ্ঠীর কিছু হামলার দায় স্বীকার করে।
গত ২০২১ সালের শেষের দিকে, উগান্ডা এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-এর বিরুদ্ধে একটি যৌথ সামরিক অভিযান শুরু করে।