বাসস
  ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২০:৪৪

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা ‌‘বেআইনি’: আইনজীবী

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের আইনজীবী শুক্রবার বলেছেন, অভিশংসিত নেতাকে আটক করার চেষ্টা এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য তদন্তকারীদের পদক্ষেপ ‘বেআইনি’। সিউল থেকে এএফপি এ খবর জানায়।

গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার পদক্ষেপের বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন অভিশংসিত প্রেসিডেন্টের আইনজীবী। 

অভিশংসিত প্রেসিডেন্ট  ইউনের আইনজীবী ইউন কাপ-কেউন বলেন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা ‘অবৈধ এবং বেআইনি’, এটি আইন সম্মত হয়নি। এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান ।  

তদন্তকারীদের কাছে আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।