শিরোনাম
ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার প্রাক্তন প্রেসিডেন্ট প্রার্থী এনরিক মার্কেজের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অভিযোগ করেছেন যে, তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে "অভ্যুত্থানে" জড়িত ছিলেন। শুক্রবার মাদুরো আবারও পরবর্তী মেয়াদে ক্ষমতায় বসবেন। কারাকাস থেকে এএফপি এখবর জানায়।
স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো টেলিভিশনে বলেন, ‘ভেনেজুয়েলায় যে অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল এনরিক মার্কেজ ছিল তার অংশ।’ তিনি বলেন, মার্কেজ এফবিআই-এর আগন্তকের সাথে যুক্ত ছিলেন। যিনি একজন অজ্ঞাতনামা আমেরিকান যাকে কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।