শিরোনাম
ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : কয়েকদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। বাতাস দূষিত হওয়ায় স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। কারণ বিপজ্জনক দাবানলের বিষাক্ত ধোঁয়া এবং ছাই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।
মার্কিন যুক্তরাষ্টের লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি এ খবর জানায়।
আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর জুড়ে ছড়িয়ে পড়া দাবানল বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফলে আগুনের ছাই ও ধোঁয়ায় বিস্তীর্ণ অঞ্চল ঢেকে গেছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথের অনীশ মহাজন এক সংবাদ সম্মেলনে বলেন, ’আমরা সকলেই এই দাবানলের ধোঁয়ার ক্ষতি বুঝতে পারছি, এতে অতি ক্ষুদ্র কণা, গ্যাস এবং জলীয় বাষ্প মিশে আছে।’ তিনি বলেন এই ছোট ছোট কণাগুলো আমাদের নাক ও গলায় প্রবেশ করে। ফলে আমাদের গলা ব্যথা এবং মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
তিনি বলেন, যেসব এলাকায় দৃশ্যমান ধোঁয়া বা ধোঁয়ার গন্ধ থাকে, এমনকি যেখানে আপনি তা দেখতে পান না, আমরা জানি সেখানেও বাতাসের মান খারাপ, তাই যতটা সম্ভব বাইরের বের হওয়া সীমিত করা উচিত।
মহাজন বলেন, এমনকি সুস্থ ব্যক্তিদেরও যতটা সম্ভব ঘরের ভেতরে থাকা উচিত, কোনও না কোনও বায়ু পরিশোধন ব্যবস্থা ব্যবহার করা উচিত।
যাদের বাইরে কাজ করতে হয় তাদের এন ৯৫ মাস্ক ব্যবহার বা পরিধান করা উচিত, যা ছোট ছোট কণাগুলোকে ফিল্টার করে শরীরে প্রবেশ করা থেকে বিরত রাখে, তিনি বলেন।
তবে তরুণ, বৃদ্ধ এবং অসুস্থদের এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, যারা স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন, যেমন- শিশু, বয়স্ক, শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের শ্বাসকষ্ট, কাশি এবং বুকে ব্যথার মতো আরও খারাপ লক্ষণ দেখা দিতে পারে।
একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা লস অ্যাঞ্জেলেসের আশেপাশের বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে দিয়েছে, ফলে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি এবং গাছপালা ছাই হয়ে গেছে।