বাসস
  ১২ জানুয়ারি ২০২৫, ১৩:৩১

নিরাপত্তার কারণে দক্ষিণ কোরিয়ার ইউন প্রথম অভিশংসন শুনানিতে যোগ দেবেন না : আইনজীবী

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে আগামী সপ্তাহে তার অভিশংসন বিচারের প্রথম শুনানিতে যোগ দেবেন না বলে রোববার তার  আইনজীবী জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে এএফপি এ খবর জানায়। 

নিরাপত্তা সংক্রান্ত এবং সম্ভাব্য অনাকাক্ষিত ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাই অভিশংসিত প্রেসিডেন্ট ইউন আগামী ১৪ জানুয়ারি প্রথম অভিশংসন শুনানিতে যোগ দিতে পারবেন না। নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের পরে অভিশংসিত প্রেসিডেন্ট  যেকোনো সময় উপস্থিত হতে ইচ্ছুক, এএফপিকে পাঠানো এক বিবৃতিতে আইনজীবী  ইউন কাব-কেউন এ কথা  বলেছেন।