শিরোনাম
ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): ভারতীয় সৈন্যরা দীর্ঘ স্থায়ী সহিংসতা দমনে সর্বশেষ অভিযান চালিয়ে পাঁচ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে। এই সময় বিদ্রোহীদের ছোড়া বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। কর্মকর্তারা রোববার এ কথা জানিয়েছেন।
কয়েক দশক স্থায়ী এই সহিংসতায় এই পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিদ্রোহীরা ভারতের সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলটিতে প্রান্তিক আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বলে দাবি করে আসছে।
ভারতের রায়পুর থেকে এএফপি আজ এই খবর জানায়।
পুলিশ ইন্সপেকটর জেনারেল পি. সুন্দররাজ এএফপি’কে বলেছেন, ‘নিরাপত্তা বাহিনী পাঁচ মাওবাদী বিদ্রোহীর মরদেহ উদ্ধার করেছে।’ ছত্রিশগড়ের বিজাপুর জেলার গভীর জঙ্গলে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘঠেছে।
তিনি আরো বলেছেন, বিদ্রোহীদের মরদেহ থেকে গ্রেনেড লাঞ্চার ও রাইফেলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত বিদ্রোহীদের মধ্যে তিন জন পুরুষ এবং দুই জন মহিলাও রয়েছেন।
পৃথক ঘটনায় বিজাপুর জেলায় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়।
সরকারি বাহিনী কয়েক দশক স্থায়ী বিদ্রোহীদের সংঘাত নিরসনে প্রচেষ্টা জোরদার করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালেই ২৮৭ বিদ্রোহী নিহত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদ্রোহীদের দমনে ২০২৬ সাল পর্যন্ত সময় সীমা বেধে দিয়েছেন।