শিরোনাম
ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত এবং ৮৯ জন আহত হয়েছে। এনিয়ে গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫শ’৫০ জনে।
তুরস্কের বার্তা সংস্থা ‘আনাদোলু’ রোববার এ খবর জানিয়েছে।
এদিকে অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ইসরাইলের অব্যাহত হামলায় আরো ২৮ জন নিহত হয়েছে। এরফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫শ’ ৫০ জনে দাঁড়িয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৮৯ জন আহত হয়েছে। তবে অনেকে এখনো ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে। কারণ, উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার ধ্বংসস্তুপের নীচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির দাবি জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্বেও ইসরাইল তাদের প্রাণঘাতি হামলা অব্যাহত রেখেছে।
২০২৩সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলা গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে ২০ লাখের ও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের হিসেব মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া খাদ্য, বিশুদ্ধ পানি এবং জরুরি জীবন রক্ষাকারি ওষুধের মারাত্মক সঙ্কটের কারণে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তাছাড়া, অবরুদ্ধ গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।