শিরোনাম
ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারা সোমবার শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি মধ্যপ্রাচ্যে শান্তি আনবেন। দামেস্ক থেকে এএফপি এ খবর জানায়।
শারা প্রশাসন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আত্মবিশ্বাসী যে তিনিই মধ্যপ্রাচ্যে শান্তি এবং এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার নেতা।’
‘আমরা সংলাপ এবং বোঝাপড়ার ভিত্তিতে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য উন্মুখ।’
শারার ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ৮ ডিসেম্বর বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার বিদ্রোহী অভিযানের নেতৃত্ব দেয়।
১৩ বছরেরও বেশি সময় ধরে চলা ধ্বংসাত্মক সংঘাতের পর দেশ পুনর্গঠনে সহায়তা করার জন্য সিরিয়ার নতুন নেতারা আর্থিক সহায়তা চাইছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো সেইসাথে সিরিয়ার প্রতিবেশীরাও নতুন শাসকের প্রতি ‘সন্ত্রাসবাদ ও চরমপন্থা’ মোকাবিলার গুরুত্বের ওপর জোর দিয়েছে।
ওয়াশিংটনের সমর্থিত, সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) ২০১৯ সালে সিরিয়া থেকে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর জিহাদিদের বিতাড়িত করার সামরিক অভিযানের নেতৃত্ব দেয় এবং হাজার হাজার সন্দেহভাজন জঙ্গি ও তাদের আত্মীয়দের বন্দী রাখা কয়েক ডজন কারাগার ও শিবিরের নিয়ন্ত্রণ নেয়।
জিহাদি-বিরোধী জোটের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর সিরিয়ার সৈন্য বজায় রেখেছে।