শিরোনাম
ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে শুক্রবার দুর্ঘটনা কবলিত ছোট মেডিকেল সার্ভিস জেট বিমানের আরোহী ছয়জনের বেঁচে থাকার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তারা সবাই মেক্সিকোর নাগরিক বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা এক বার্তায় বলেন, বিমান সংস্থা কনস্যুলেটকে নিশ্চিত করে বলেছেন, বিধ্বস্ত হওয়া ছোট মেডিকেল সার্ভিস জেটে মেক্সিকোর ছয়জন নাগরিক বিমানে ভ্রমণ করছিলেন।